Monday, April 1, 2013

আগামী ২ ও ১৭ এপ্রিল ইষ্টভৃতি সংগ্রহ করা হবে


প্রধান আচার্য্যদেব পরম পুজ্যপাদ শ্রীশ্রীদাদা’র অমিয় আশির্বাদে বাংলাদেশের বিভিন্ন বিহার, শ্রীমন্দির, কেন্দ্র ও উপসনালয়ে ইষ্টভৃতি সংগ্রহ করা হচ্ছে| আগামী ২ ও ১৭ এপ্রিল চট্টগ্রামের নিম্নোক্ত বিহার, শ্রীমন্দির, কেন্দ্র ও উপসনালয়ে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইষ্টভৃতি সংগ্রহ করা হবে| 

সৎসঙ্গ কেন্দ্র চট্টগ্রাম, হাজারীলেইন, চট্টগ্রাম|
সৎসঙ্গ বিহার সাতকানিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম|
সৎসঙ্গ বিহার ফটিকছড়ি, জুবলী স্কুলের পাশে, ধুরংখীল, ফটিকছড়ি, চট্টগ্রাম|
সৎসঙ্গ শ্রীমন্দির রাউজান, কুন্ডেশ্বরী, রাউজান, চট্টগ্রাম|
সৎসঙ্গ শ্রীমন্দির ফতেয়াবাদ, হাটহাজারী, চট্টগ্রাম|