Monday, March 18, 2013

দীক্ষাদিবস (১৫ মার্চ, ২০১৩)


গত ১৫ মার্চ ছিল প্রধান আচার্য্যদেব পরম পুজ্যপাদ শ্রীশ্রীদাদা’র আশির্বাদপুতঃ পবিত্র দীক্ষাদিবস | সমগ্র বাংলাদেশের মতো চট্টগ্রামেও কেন্দ্র, মন্দির এবং বিহার সমূহে স্থা্নীয় দাদা ও মায়েদের অংশগ্রহনে দিবসটি জাঁকজমকপূর্নভাবে উদযাপন করা হয়| সৎসঙ্গ কেন্দ্র চট্টগ্রাম, সৎসঙ্গ বিহার চট্টগ্রাম, সৎসঙ্গ বিহার সাতকানিয়া ও সৎসঙ্গ বিহার ফটিকছড়িতে সর্বমোট ৩৫৪ জন সৎ্নামে দীক্ষা গ্রহন করেন| নীচে বিস্তারিত দেয়া গেল|

সৎসঙ্গ কেন্দ্র চট্টগ্রাম – ১০৫
সৎসঙ্গ বিহার চট্টগ্রাম – ১৮৫
সৎসঙ্গ বিহার সাতকানিয়া – ৩২
সৎসঙ্গ বিহার ফটিকছড়ি - ৩২